Bijaya Dashami: সিঁদুর খেলার মাধ্যমে রায়গঞ্জে শুরু হল উমাকে বিদায় জানানোর পালা
আজ বিজয়া দশমী। চারিদিকে শুধুই বিষাদের সুর। মাকে বিদায় জানানোর পালা। শুক্রবার সকালে রায়গঞ্জের বিভিন্ন পুজো মণ্ডপের পাশাপাশি রায়গঞ্জ আদি দুর্গা মন্দিরে দশমী পুজো শেষ হতেই সিঁদুর খেলায় মেতে ওঠেন এলাকার মহিলারা ৷ গতবারে করোনার কারণে সেভাবে সিঁদুর খেলা উপভোগ করতে পারেননি মহিলারা। এবার প্রশাসনের তরফ থেকে ছাড় পেতেই রায়গঞ্জের বিভিন্ন পুজো মণ্ডপে শুধু মাকে বরণ করাই নয় হাসিমুখে মাকে বিদায় দিয়ে ঢাকের তালে নাচলেন পাড়ার মহিলারা। আনন্দ যাতে কোনওভাবেই নিরানন্দের কারণ না হয়ে ওঠে তার জন্য সরকারি বিধিনিষেধ মেনেই সিঁদুর খেলছেন বলে এলাকার মহিলারা জানিয়েছেন। মায়ের কাছে মহিলাদের প্রার্থনা করলেন করোনা মুক্ত বিশ্ব গড়ে সবাইকে ভাল রেখে আবার এসো মা।
Last Updated : Oct 15, 2021, 6:52 PM IST