পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নারী সুরক্ষায় নতুন পদক্ষেপ রায়গঞ্জ জেলা পুলিশের - Raiganj news

By

Published : Mar 9, 2020, 4:52 PM IST

দোলের দিন নারী সুরক্ষায় বড়সড় উদ্যোগ নিয়েছে রায়গঞ্জ জেলা পুলিশ । তৈরি ‘‘রক্ষা’’ বাহিনী । কর্ণজোড়া এলাকায় রায়গঞ্জ জেলা পুলিশ সুপারের অফিসে পুলিশ সুপার সুমিত কুমার ‘‘রক্ষা’’ বাহিনীর উদ্বোধন করেন । চিলি স্প্রে, ইলেকট্রিক ব্যাটন, বডি ক্যামেরা নিয়ে শহরজুড়ে নজর রাখবে 30টি মহিলা কনস্টেবলের দল । শহরের যেকোনও জায়গায় কোনও মহিলা বিপদে পড়লেই ছুটে যাবেন রক্ষাবাহিনী । 837054543 নম্বরে বাহিনীর কাছে সমস্যার কথা জানানোর পাশাপাশি ছবি ও ভিডিয়ো পাঠাতে পারবেন মহিলারা।

ABOUT THE AUTHOR

...view details