কাটমানি না পাওয়ায় আয়ুষ্মান প্রকল্পে বাধা তৃণমূলের : রাহুল সিনহা - আয়ুষ্মান প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ
আয়ুষ্মান প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ BJP নেতা রাহুল সিনহার ৷ গতকাল কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রচারে এসে আয়ুষ্মান প্রকল্প চালু না হতে দেওয়ার জন্য রাজ্য সরকারকে একহাত নেন তিনি ৷ বলেন " শুধু রাজনীতি নয়, এই প্রকল্প নিয়ে নোংরামি করছে করছে রাজ্য সরকার ৷ এই রাজ্যে মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তবু এই প্রকল্পের সুবিধা পাচ্ছে না ৷ আসলে কাটমানি পাচ্ছে না ৷ তাই আয়ুষ্মান প্রকল্প চালু করতে দিচ্ছে না তৃণমূল ৷ কাটমানি নেই যেখানে, তৃণমূল নেই সেখানে ৷"