শ্যামাপ্রসাদ না থাকলে এখানে মিছিল করার জায়গা পেতেন না : রাহুল - শ্যামাপ্রসাদ না থাকলে এখানে মিছিল করার জায়গা পেত না বিরোধীরা বলেন রাহুল সিনহা
BJP-র সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা বৃহস্পতিবার দলের সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের উদ্দেশে বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধাচারণ করছেন ৷ এখানে মিছিল করছেন ৷ শ্যামাপ্রসাদ না থাকলে এ'টা (পশ্চিমবঙ্গ) পাকিস্তান থাকত, বাংলাদেশ থাকত ৷ তখন এখানে মিছিল করার জায়গা পেতেন না ৷ " সারদা-নারদ প্রসঙ্গ তুলে তৃণমূলকে কটাক্ষ করে রাহুল বলেন, "আমাদের সঙ্গে মানুষের যোগাযোগ আছে । আর ওদের সঙ্গে চোর, চিটিংবাজ, ডাকাতের যোগাযোগ রয়েছে ৷ "