পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

জনসংযোগ ! গলা ছেড়ে গাইলেন মন্ত্রী - rabindranath gosh

By

Published : Aug 11, 2019, 4:37 PM IST

গলা ছেড়ে গাইছেন তিনি ৷ দূর থেকে গলাটা অন্য রকম লাগল ৷ সামনে যেতেই ভুল ভাঙল ৷ ইনি তো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ৷ না কোনও জলসা নয় ৷ "দিদিকে বলো" কর্মসূচির অংশ হিসেবেই এই জনসংযোগ ৷ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি গানকেও হাতিয়ার করেছেন রবীন্দ্রনাথ ঘোষ ৷ নেত্রীর নির্দেশ মতো তৃণমূলকর্মীর বাড়িতে রাতও কাটিয়েছেন ৷ অকুস্থল বিধানসভা কেন্দ্র নাটাবাড়ির দেওচড়াই অঞ্চল ৷

ABOUT THE AUTHOR

...view details