পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Guwahati-Bikaner Express Accident : উত্তরবঙ্গের ট্রেনগুলিতে পুরনো কামরা দেওয়া হয়, অভিযোগ রবীন্দ্রনাথ ঘোষের

By

Published : Jan 14, 2022, 2:39 PM IST

ময়নাগুড়িতে রেল দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে যাতায়াতকারী ট্রেনগুলিতে ভালো কামরা দেওয়ার দাবি তুললেন রবীন্দ্রনাথ ঘোষ ৷ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথের ঘোষ অভিযোগ করেছেন, উত্তরবঙ্গের জন্য পুরনো কামরা দেওয়া হয় (Rabindranath Ghosh alleges that Rail use old coaches for North Bengal Trains)। আর দক্ষিণ ভারতের জন্য ভালো কামরা দেওয়া হয় । তাঁর দাবি, কোনও দুর্ঘটনা হলে তদন্ত করা হচ্ছে বললেও রিপোর্ট পেশ করে না রেল । 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিক রেল, এমনটাই দাবি প্রাক্তন তৃণমূল বিধায়কের ৷

ABOUT THE AUTHOR

...view details