পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

তৃণমূলকর্মীর মৃত্যুতে BJP-র বিরুদ্ধে অভিযোগ রবীন্দ্রনাথের, কটাক্ষ সায়ন্তনের - নিশীথ প্রামাণিক

By

Published : Oct 18, 2019, 7:32 PM IST

কোচবিহারের পাতলাখাওয়া এলাকায় তৃণমূল কর্মীর মৃত্যুর পরই শুরু রাজনৈতিক তরজা ৷ ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ BJP-র বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন ৷ অন্যদিকে, BJP-র দাবি, হৃদরোগে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ৷ রবীন্দ্রনাথ মৃত কর্মীর বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান ৷ BJP-র জেলা সভানেত্রী মালতি রাভা ও সাংসদ নিশীথ প্রামাণিককে কটাক্ষ করে বলেন, "ফুলন দেবী ও হাজি মস্তান এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে ৷" BJP নেতা সায়ন্তন বসু পালটা আক্রমণ করেন রবীন্দ্রনাথ ঘোষকে ৷ তিনি বলেন, "উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মহিষাসুর ৷ তাই তিনি দেবী দুর্গাকে ফুলন দেবী হিসেবে দেখছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details