পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Puja Parikrama : রঙিন ছাতা দিয়ে সাজানো নজরকাড়া মণ্ডপ পুরুলিয়া শহরে - পুরুলিয়ায় দুর্গা পুজো

By

Published : Oct 12, 2021, 1:06 PM IST

Updated : Oct 14, 2021, 8:35 PM IST

সমগ্র মণ্ডপটির বাইরে-ভিতরে রয়েছে রং-বেরঙের ছাতা ৷ ছাতা দিয়েই সাজানো এই মণ্ডপ এখন চর্চার বিষয় পুরুলিয়া শহরে ৷ পুরুলিয়ার হুচুকপাড়া সর্বজনীন দুর্গোৎসব তাদের এবারের মণ্ডপ অভিনব কায়দায় সাজিয়েছে রকমারি ছাতা দিয়ে ৷ কেন তাদের এই ভাবনা ? 49-এ পা দেওয়া হুচুকপাড়া সর্বজনীন দুর্গোৎসবের কমিটি জানায়, অতিবৃষ্টি চলছে এবছর ৷ সেই থেকেই তাদের এই ভাবনা ৷ ষষ্ঠীর দিন থেকেই মণ্ডপে থিকথিক করছে ভিড় ৷ কোভিডের কারণে আগে থেকেই ফাঁকা মণ্ডপে অনেক দর্শক ঘুরে যাচ্ছেন ৷ রঙিন ছাতা দেখে মন ভরে যাচ্ছে সবার ৷
Last Updated : Oct 14, 2021, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details