পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নবদম্পতিকেও সচেতনতার পাঠ পুলিশের - নব দম্পতির গাড়ি আটকাল রানিগঞ্জ থানার পাঞ্জাবীমোড় ফাঁড়ির পুলিশ

By

Published : May 16, 2021, 7:06 PM IST

সদ্য বিয়ে সেরেছেন মন্দিরে ৷ বিয়ে সেরে ফেরার পথে নবদম্পতির গাড়ি আটকাল রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ৷ স্যানিটাইজার তুলে দিলেন তাঁদের হাতে। হাতজোড় করে আবেদন করলেন , ' দয়া করে টুম্পা সোনা গান বাজিয়ে উল্লাস করবেন না ৷ বিয়ে করলেন খুব ভালো কথা । অনুষ্ঠান করবেন না । অনুষ্ঠান যদি করতেই হয় 50 জনের বেশি যেন লোক না হয় ৷ বেঁচে থাকলে বিবাহ বার্ষিকী করতে পারবেন । "

ABOUT THE AUTHOR

...view details