"গান্ধিবাদী" পঞ্জাব পুলিশ, অমান্যকারীদের ফুলমালায় বরণ - punjab
লকডাউন অমান্য করলে মিলছে শাস্তি ৷ অমান্যকারীদের মধ্যে কেউ করেছে কান ধরে ওঠ বস ৷ কোথাও বা পিঠে পড়ছে লাঠিটির আঘাত ৷ কড়া হাতে এইভাবেই অমান্যকারীদেরকে ঘরে ফেরাচ্ছে পুলিশ প্রশাসন ৷ দেশের প্রত্যেকটি রাজ্যেই দেখা যাচ্ছে এই রকম দৃশ্য ৷ তবে ,আজ অন্য রকম শাস্তি দিল পঞ্জাব পুলিশ ৷ অমান্যকারীদের শাস্তির বদলে বরণ করা হল গাঁদা ফুলের মালা দিয়ে ৷ পঞ্জাব পুলিশ মহাত্মা গান্ধির আদর্শ মেনে অমান্যকারীদের জব্দ করল ৷ দেখুন ভিডিয়োয়...