পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

জৌলুস হারালেও ঐতিহ্য মেনে পুজো পুরুলিয়ার কাশীপুর রাজবাড়িতে - kashipur rajbari

By

Published : Oct 8, 2019, 10:02 AM IST

পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী কাশীপুর রাজবাড়ি। এখন আর রাজা নেই , নেই রাজতন্ত্রও ৷ শুধু রয়ে গেছে রাজার কাল থেকে চলে আসা রাজবাড়ির দুর্গাপুজো । এই পুজো 200 বছরের বেশি পুরানো ৷ তবে রাজবাড়িতে দুর্গাপুজো ছাড়াও রাজার জৌলুস ও আভিজাত্যের টানেই মূলত প্রতি বছরের মতো এই বছরও হাজার হাজার মানুষের ঢল উপচে পড়ল ।

ABOUT THE AUTHOR

...view details