কোরোনা বিধি মেনে পুজো, পুরুলিয়ার পুজো পরিক্রমা - pujo-parikrama-of-purulia
কেটে যাবে কোরোনা পরিস্থিতি, নতুন করে বাঁচার দিশা দেখাচ্ছেন দুর্গা ৷ এই বার্তাই ফুটে উঠেছে পুরুলিয়া শহরের শরৎ সেন কম্পাউন্ড সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপে ৷ এপুজোর পরিচালনার দায়িত্বে রয়েছেন স্থানীয় মহিলারা ৷ এছাড়া পুরুলিয়া শহরের অন্যতম সেরা পুজো হল দুলমি নডিহা রিক্রিয়েশন ক্লাবের সর্বজনীন দুর্গা পুজো ৷ কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে উদ্যোক্তারা দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলা এবং স্যানিটাইজ়ার ব্যবহার করার মতো কিছু নিয়ম জারি করেছেন ৷ মণ্ডপে অন্যান্য বছরের মতো এবার দর্শনার্থীর সংখ্যা অত্যন্ত কম বলে জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা ৷