পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

লোহা-বাঁশের কারুকাজ, বালিগঞ্জে মানুষের ঢল - পুজো পরিক্রমা

By

Published : Oct 4, 2019, 8:16 PM IST

আজ ষষ্ঠী ৷ শহরের বিভিন্ন মণ্ডপের মতো ভিড় জমেছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোতেও ৷ তাদের এবারের থিম 'যুগলবন্দী'৷ বাঁশ ও লোহার উপরে সূক্ষ্ম কাজ ফুটিয়ে তোলা হয়েছে ৷ বাঁশ কেটে লোহার প্রলেপ দিয়ে তৈরি হয়েছে আলোর মালা ৷ প্রতিমা, পুজো মণ্ডপ ও আলোর রোশনাইয়ে সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে বালিগঞ্জ কালচারালের মণ্ডপে৷

ABOUT THE AUTHOR

...view details