Puja Parikrama : ঝাড়গ্রামের পুজো মণ্ডপে আটপৌরে উমা - রঘুনাথপুর
জঙ্গলমহলের মেয়ে এবার ঝাড়গ্রামের রঘুনাথপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে ৷ প্রতিমা নির্মিত হয়েছে সেই আদলেই ৷ দেখলে মনে হবে শ্যামবর্ণা উমা ও তাঁর সন্তানরা যেন জঙ্গলমহলেরই বাসিন্দা ৷ 72-তম পুজোয় তাদের এবারের থিম 'মা এবার আটপৌরে'। ভাবনায় মূলত জঙ্গলমহলের গৃহবধূদের কথাই তুলে ধরা হয়েছে । গৃহস্থালির কাজের সময় যে পোশাকে থাকেন ঘরের বধূরা, সেই পোশাকই পরানো হয়েছে দেবী দুর্গা-সহ কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী সকলকে । এছাড়াও মণ্ডপ সজ্জায় কুটির শিল্পকে প্রাধান্য দেওয়া হয়েছে । লকডাউনে এখানকার কুটির শিল্পীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । তাই তাঁদের আর্থিকভাবে কিছুটা স্বচ্ছল করার জন্যই কমিটির এই মণ্ডপের ভাবনা ।