Pujo Parikrama : বাঁকুড়ায় নাগাল্যান্ড - বাঁকুড়ায় পুজো পরিক্রমা
মহাষ্টমীর পুজো পরিক্রমায় আজ বাঁকুড়ার ইন্দপুরের বাংলা নবারুণ সংঘের পুজো মণ্ডপ । সাড়ে ছ'লাখ টাকা বাজেটে তাদের এবারের থিম 'নাগাল্যান্ডের আদিবাসী ঐতিহ্য' ৷ এখানে 700 বছরের পুরনো নাগাল্যান্ডের আঙ্গামী নামক নাগা উপজাতির সংস্কৃতি ও জীবনযাত্রাকে ফুটিয়ে তোলা হয়েছে বলে জানান পুজো উদ্যোক্তারা ৷