পেট্রলের সঙ্গে জল মিশিয়ে বিক্রি ! - petrol
মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত ভবানীপুরে একটি বেসরকারি পেট্রল পাম্পে তেলের সঙ্গে জল মেশানোর অভিযোগ উঠল । শনিবার রাতে কান্দি থানার পাতেন্ডা এলাকার কয়েক জন বাসিন্দা পেট্রল কেনেন । তাদের অভিযোগ তেলের মধ্যে জল মেশানো রয়েছে । প্রতিবাদে পেট্রল পাম্পে বিক্ষোভ দেখান তারা । কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পাম্পের মালিকের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পেট্রল পাম্প কর্তৃপক্ষ ।