অমিত শাহর সভার প্রতিবাদে মৌলালিতে বিক্ষোভ সংখ্যালঘুদের - Protest of Minorities at Ramleela Maidan at Moulali
আজ শহিদ মিনারে সভা অমিত শাহর । তারই প্রতিবাদে মৌলালির রামলীলা ময়দানে বিক্ষোভ দেখাচ্ছে সংখ্যালঘুরা ৷ তাদের বক্তব্য, অমিত শাহকে তারা বলতে চায় যে তিনি তাঁর উদ্দেশ্যে সফল হবেন না ৷ তারা তাঁকে সফল হতে দেবে না ৷ বাংলায় সবাই শান্তিতে থাকে ৷ থাকবে ৷ এখানে CAA, NRC, NPR হতে দেওয়া হবে না ৷