Priyanka Tibrewal on BJP Worker Murder: 'পুলিশ চাইছে না ওরা ধরা পড়ুক কারণ ওরা সবাই তৃণমূল', কর্মী খুন নিয়ে প্রতিক্রিয়া প্রিয়াঙ্কার - Priyanka Tibrewal on BJP worker murder in Jhargram
আসানসোল পৌর নিগম নির্বাচনে ৯২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুনিতা কুয়ালের ভোট প্রচার করতে নেমে শাসক দলকে একহাত নিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ঝাড়গ্রাম বিজেপি কর্মীর খুনের ঘটনার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বিজেপি কর্মী খুনে অভিযুক্তরা এখানেই লুকিয়ে আছে ৷ কিন্তু রাজ্য সরকারের পুলিশ তাদেরকে খুঁজে বের করতে পারছে না । সরকারের পুলিশ চাইছে না ওরা ধরা পড়ুক কারণ ওরা সবাই তৃণমূল । তাই সিবিআই পুরস্কারের ঘোষণা করেছে (Priyanka Tibrewal on BJP worker murder in Jhargram)।" তিনি আরও জানান, শাসক দল যদি মানুষকে ঠিকমত ভোট দিতে দেয় তাহলে বিজেপি ভাল ফল করবে ৷ উল্লেখ্য, ঝাড়গ্রামের কিশোর মাণ্ডি খুনের ঘটনায় অভিযুক্ত তিনজন এখনও পলাতক ৷ কিশোর বিনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কিষান মোর্চার সভাপতি ছিলেন ৷ বুধবার পলাতকদের খুঁজে দিতে পারলে 50 হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে সিবিআই ৷