জামিন পেলেন আন্দোলনকারী শিক্ষক নেতা পৃথা বিশ্বাস - Primary teacher
প্রাথমিক শিক্ষকদের বুধবার বেতন নিয়ে আন্দোলনের পর আজ সকালেই যাদবপুর থানার পুলিশ গ্রেপ্তার করে আন্দোলনকারী শিক্ষক নেতা পৃথা বিশ্বাসকে । অভিযোগ, আলোচনার জন্য থানায় ডেকে তাঁকে গ্রেপ্তার করা হয় । পরে তাঁকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক জামিন দেন ।