পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পদ্মের দাম আকাশছোঁয়া, উত্তরের বন্যা ও ট্রেন বন্ধই কারণ; বলছেন বিক্রেতারা - উত্তরের বন্যা ও ট্রেন বন্ধই কারণ, বলছেন বিক্রেতারা

By

Published : Oct 23, 2020, 2:18 PM IST

পুজোর পদ্মফুল কিনতে হাত পুড়ছে উদ্যোক্তাদের ৷ উত্তরবঙ্গের বন্যা ও ট্রেন বন্ধ থাকাই পদ্মের দাম বাড়ার কারণ, দাবি বিক্রেতাদের ৷ এবছর কোরোনা আবহে পালিত হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব ৷ পুজোর সবকিছুতেই কোরোনার প্রভাব পড়ছে ৷ তার উপর পুজোর আগের বৃষ্টিতে পুজোর জোগাড়ে নাভিশ্বাস উঠেছে উদ্যোক্তাদের ৷ দুর্গাপুজোর অন্যতম উপকরণ পদ্মফুল ৷ সেই পদ্মের দাম এখন আকাশছোঁয়া ৷ সপ্তমীর সকালে মালদা শহরের বাজারে একশোটি পদ্মের দাম উঠেছে 1 হাজার 800 টাকা ৷ ভালো মানের পদ্ম নিতে গেলে গুণতে হচ্ছে 2 হাজার টাকা পর্যন্ত ৷

ABOUT THE AUTHOR

...view details