হিন্দু হস্টেলে একাধিক দাবিতে আন্দোলনে প্রেসিডেন্সির পড়ুয়ারা - Hindu hostel
গত বছর হিন্দু হস্টেলে একাধিক দাবিতে আন্দোলন করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ চলেছিল অনশনও ৷ এ বছর পড়ুয়াদের দাবি, হিন্দু হস্টেলের ধার্য ছাত্র সংখ্যার থেকে বেশি ছাত্রদের থাকতে দেওয়া হয়েছে । যার কারণে এক একটি রুমে প্রায় 10 থেকে 11 জনকে কষ্ট করে থাকতে হচ্ছে । হিন্দু হস্টেলের বাকি ওয়ার্ডগুলো সংস্কারের কাজ কবে সম্পন্ন হবে? এই দাবিতে ডিন অফ স্টুডেন্টস অরুণকুমার মাইতির ঘরের সামনে অবস্থানে বসেছেন প্রেসিডেন্টের পড়ুয়ারা । এই নিয়ে কী বললেন পার্থ চট্টোপাধ্যায় ? দেখুন ভিডিয়োয়...