আজ পুরুলিয়ায় মমতা, শেষ মুহূর্তের ব্যস্ততা তৃণমূলে - preparations on for mamata's purulia rally
আজ পুরুলিয়ার হুটমুড়া ফুটবল ময়দানে জনসভায় যোগ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সভা ঘিরে সকাল থেকে পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতা-কর্মীদের ব্যস্ততা তুঙ্গে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল । বারে বারে সভাস্থল ও হেলিপ্যাড স্যানিটাইজ় করা হচ্ছে। ইতিমধ্যেই বহু সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে সভাস্থলে। আজ দুপুর একটাই আকাশপথে সভাস্থলে পৌঁছাবেন মমতা। সভা শেষে পুরুলিয়ার সার্কিট হাউসে উঠবেন। বুধবার পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের সভাগৃহ থেকে কয়েকটি সরকারি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর আকাশপথে কলকাতা ফিরে যাবেন তিনি।