পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

প্রশান্ত কিশোরের মতো ভাড়াটে সৈনিক নিয়ে BJP চিন্তিত নয় : জয়প্রকাশ - প্রশান্ত কিশোরের তৃণমূল প্রার্থী হওয়া নিয়ে জয়প্রকাশ মজুমদারের প্রতিক্রিয়া

By

Published : Mar 1, 2020, 12:13 PM IST

তৃণমূলের কংগ্রেসের হয়ে রাজ্যসভায় টিকিট পেতে পারেন রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর ৷ তৈরি হয়েছে জোর জল্পনা ৷ এ প্রসঙ্গে আজ প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "তাঁর মাতৃভাষা হিন্দি ৷ আর তিনি বাংলা বলতেও পারেন না, বুঝতেও পারেন না ৷ সেক্ষেত্রে তিনি আবার কী প্রভাব ফেলবেন ৷ বিহার থেকে পালিয়ে চলে এসেছেন ৷ বিতাড়িত একজন খেলোয়ার, ভাড়াটে একজন সৈনিককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুকুটে রাখেন তো রাখবেন ৷ এসব নিয়ে BJP চিন্তিত নয় ৷ "

ABOUT THE AUTHOR

...view details