পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"তিনি আমাকে লোকসভার পাঠ দিয়েছেন", প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে স্মৃতিচারণা মৌসমের - Mousam Noor reaction

By

Published : Sep 1, 2020, 6:21 AM IST

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের খবরে অনেক স্মৃতি ভিড় করেছে খান চৌধুরি পরিবারের সদস্যদের মাথায় ৷ মৌসম নুর বলেন, “প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমাদের পরিবারের ব্যক্তিগত ক্ষতি হল ৷ তাঁর সঙ্গে আমাদের পরিবারের ব্যক্তিগত সম্পর্ক ছিল ৷ আমার মামা, মা, এমনকী আমার সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল ৷ যখন প্রথম লোকসভায় গেলাম তখন তাঁর কাছ থেকে অনেক শিখেছি ৷ লোকসভায় গোলমালের মধ্যেও তিনি যখন কিছু বলতে শুরু করতেন তখন চারদিক নিস্তব্ধ হয়ে যেত ৷ তিনি আমাকে লোকসভার পাঠ দিয়েছেন ৷ যেভাবে তাঁর কাছে মানসিক সমর্থন পেয়েছি তা ভোলা যায় না ৷ তাঁর মৃত্যুতে আমি তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানাচ্ছি ৷”

ABOUT THE AUTHOR

...view details