শান্তিনিকেতনে শুরু পৌষ উৎসব, চলবে তিনদিন - Santiniketan
কোরোনা আবহের জন্য এবার পৌষমেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । কিন্তু, প্রথা মেনেই এবার পালিত হচ্ছে পৌষ উৎসব । আজ বিশ্বভারতীর ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ, সংগীতের মধ্যে দিয়ে পালিত হয় 126 তম পৌষ উৎসব । উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিকেরা, পড়ুয়া, আশ্রমিকেরা । তিনদিন ধরে এই উৎসব চলবে ।