পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"আমরা স‍্যারের অনুগামী", এবার রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নামে পোস্টার সিঙ্গুরে

By

Published : Dec 28, 2020, 3:00 PM IST

শুভেন্দু , রাজীবের পর এবার সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নামে পোস্টার পড়ল সিঙ্গুরে । তৃণমূলের একাংশের উদ্যোগেই "আমরা স‍্যারের অনুগামী" বলে পোস্টার লাগানো হয়েছে । সিঙ্গুরের আনন্দনগর গ্ৰাম পঞ্চায়েতের সামনে, আনন্দনগর পার্টি অফিসে এবং রাস্তার ধারে একাধিক জায়গায় ব‍্যানার লাগানো হয়েছে । এমনকী আনন্দনগর আঞ্চলিক তৃণমূল কংগ্ৰেস কমিটির অফিসিয়াল পেজেও এই ব‍্যানারের ছবি পোস্ট করা হয়েছে । যার পর থেকেই তাঁকে নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details