পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Poster Against MP Jagannath Sarkar : দুর্নীতির অভিযোগে জগন্নাথ সরকারের বিরুদ্ধে পোস্টার - Poster Against MP Jagannath Sarkar for Corruption Allegation in Ranaghat

By

Published : Feb 2, 2022, 5:13 PM IST

দুর্নীতির অভিযোগে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে পোস্টার (Corruption Allegation Against MP Jagannath Sarkar) ৷ রানাঘাট মহকুমার বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে ‘দুর্নীতি এবং ‘চরিত্রহীন’ বলে অভিযোগ তুলে পোস্টার লাগানো হয়েছে ৷ পোস্টারে লেখা রয়েছে, ‘‘দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন জগা হঠাও, নদিয়া বাঁচাও ৷’’ এমনকি নদিয়ার বিজেপির পার্টি অফিসের সামনেও পোস্টার পড়েছে (Poster Against MP Jagannath Sarkar in Ranaghat) ৷ অভিযোগ উঠেছে নদিয়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই পোস্টার পড়েছে ৷ যা আগে থেকেই ছিল বলে জেলার রাজনৈতিক মহলের দাবি ৷ যদিও পুরো ঘটনাটিকে তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ করেছেন নদিয়ায় বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় ৷ অন্যদিকে, রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক তথা তৃণমূল নেতা কুশলদেব বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে উল্লেখ করেছেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details