আমফানের জের, ক্ষতির মুখে শান্তিপুরের তাঁতিরা - Amphan Update
ভয়াবহ আমফানে ব্যাপক ক্ষতির সম্মুখীন শান্তিপুরের তাঁত শিল্পীরা । ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে ঘরের চাল, ভেঙে পড়েছে বাড়ির দেওয়াল, নষ্ট হয়েছে বহু তাঁতযন্ত্র ও সরঞ্জাম । এমতাবস্থায় মাথায় হাত তাঁতিদের । আগে থেকেই কোরোনা এড়াতে লকডাউন জারি হওয়ায় বন্ধ বাজার । এরই মধ্যে দাপুটে আমফানে সর্বস্ব খুইয়েছে তাঁতিরা । দেখুন ভিডিয়ো...