পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

স্কুল খুললেও পুলকারে স্কুল যাবে পড়ুয়ারা ? সন্দেহ মালিকদের - Financial crisis of pool car owners

By

Published : Dec 6, 2020, 10:33 AM IST

দেশ তথা বিশ্বে কোরোনার দাপট এখনও অব্যাহত । তবে এই পরিস্থিতে বেশিরভাগ পরিষেবা এখন স্বাভাবিক হয়েছে । তবে স্কুলগুলি এখনও বন্ধ । কবে খুলবে , তারও কোনও ঠিক নেই । আর এই স্কুলের উপর নির্ভরশীল কয়েক হাজার পুলকার ও তার কর্মীরা । ফলে আর্থিক সমস্যার মধ্যে ভুগছেন স্কুলের গাড়ির মালিক ও চালকরা । এরপর স্কুল চালু হলেও কোরোনার ভয়ে আদৌ কতজন অভিভাবক তাদের সন্তানকে স্কুলবাস বা পুলকারে যাতায়াত করতে দেবেন , তা নিয়েও চিন্তায় রয়েছেন পুলকার কর্মীরা । তবে অনেক অভিভাবক জানাচ্ছেন , যথাযথ সুরক্ষা ব্যবস্থা থাকলে , গাড়িতে মাস্ক ও স্যানিটাইজ়ার রাখলে তাঁরা তাঁদের সন্তানকে পুলকারেই স্কুলে পাঠাবেন ।

ABOUT THE AUTHOR

...view details