লকগেট বিপর্যয় নিয়ে রাজনৈতিক কাজিয়া
শনিবার সকালে দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট ভেঙে জমা জল বেরিয়ে যেতে থাকে । দুর্গাপুরে জলসংকট দেখা দিতে চলেছে । দুর্গাপুর ব্যারেজ দিয়ে সেইসময় পার হচ্ছিলেন বাঁকুড়ার BJP সাংসদ সুভাষ সরকার । তিনি জানান, বারবার এই লকগেট ভেঙে যাওয়া রাজ্য সরকারের ব্যর্থতা । অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করতে এসে দুর্গাপুর পূর্বের CPI(M) বিধায়ক সন্তোষ দেবরায় বলেন, 2016 সাল থেকেই বিধানসভায় সরব হয়েছি এই ইশুতে । চিঠিও দিয়েছি কেন্দ্র ও রাজ্যে । কেন্দ্রীয় সরকার ব্যারেজের লকগেট সংস্কার রাজ্য সরকারের দায় ।" কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বলেন, বিরোধীরা গঠনমূলক বিরোধিতা করুন । এই সময়টা রাজনীতি করার সময় নয় । দুর্গাপুরবাসীকে জলসংকটের হাত থেকে মুক্ত রাখাটা জরুরি এখন ।