পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মারলে কতটা ব্যথা লাগে বুঝবে পুলিশ, বললেন জেলা BJP সভাপতি - BJP district prsident threat

By

Published : Sep 2, 2019, 4:48 PM IST

ব্যারাকপুরে গতকাল পুলিশের সঙ্গে BJP-র খণ্ডযুদ্ধ হয় ৷ ঘটনায় মাথা ফাটে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুনের সিংয়ের ৷ এরই প্রতিবাদে আজ রাজ্যজুড়ে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচির ডাক দেয় BJP ৷ এই কর্মসূচিতে অংশ নেয় উত্তর দিনাজপুর জেলা BJP ৷ সেখানে সাংবাদিকদের সামনে পুলিশকে হুঁশিয়ারি দেন উত্তর দিনাজপুর জেলা BJP সভাপতি নির্মল দাম ৷ তিনি বলেন, "উত্তর দিনাজপুরে যদি এরকম ঘটনা ঘটে তখন পুলিশ বুঝবে BJP কী জিনিস ৷ মারলে কতটা ব্যথা লাগে ৷ একটা ডায়ালগ আছে, মারব এখানে লাশ পড়বে শ্মশানে ৷ সেদিন পুলিশ এটা বুঝতে পারবে ৷"

ABOUT THE AUTHOR

...view details