ধূপগুড়িতে লরির ধাক্কায় পুলিশের গাড়ি নয়ানজুলিতে, আহত পাঁচ - পুলিশের গাড়ি এবং লরির মুখোমুখি সংঘর্ষ
দুর্ঘটনাগ্রস্থ পুলিশের গাড়ি। দুই লরির মুখোমুখি সংঘর্ষের পর পাশ কাটিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মারে লরিটি । ঘটনায় গুরুতর আহত এক এএসআই সহ পাঁচ সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সোনাখালি এলাকায়। গুরতর আহত অবস্থায় পুলিশ কর্মীদের উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে থেকে তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে পুলিশের তরফে জানা গিয়েছে গুরতর আহতদের শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে । বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন । জানা গিয়েছে, এদিন ধূপগুড়িগামী একটি লরির সঙ্গে গয়েরকাটাগামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় । সেই সময় পুলিশের গাড়িটিতে একটি লরি ধাক্কা মারলে পুলিশের গাড়িটি রাস্তা থেকে পড়ে যায় পাশের নয়নজুলিতে।