Suvendu Adhikari in Kotulpur : বাঁকুড়ায় আত্মঘাতী চাষির বাড়ি যাওয়ার পথে শুভেন্দুকে বাধা পুলিশের - police stops suvendu adhikari on the way of bankura
বাঁকুড়ার কোতুলপুরে বালিঠা গ্রামে আত্মঘাতী চাষি তাপস কোটালের বাড়ি যাওয়ার পথে পুলিশা বাধার মুখে পিছু হঠতে বাধ্য হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari in Kotulpur) ৷ বালিঠা গ্রামে ঢোকার আগে কোতুলপুরের জলিঠা মোড়ে আসতেই তাঁকে পুলিশি বাধার মুখে পড়তে হয় (police stops suvendu adhikari on the way of bankura) ৷ সেখান থেকে দলীয় কার্যালয়ে ফিরে আত্মঘাতী চাষির ছবিতে মাল্যদান করে দলের এক কর্মকর্তার হাতে দু'লাখ টাকার আর্থিক সাহায্য তুলে দিয়ে আত্মঘাতী চাষির পরিবারকে দেওয়ার কথা বলেন ৷ এরপর সেখান থেকে ফের বালিঠা গ্রামের পথে যেতে গিয়েও তৃণমূলের কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ গাড়ি থেকে নেমে সেখানেই বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা ৷ এরপর তিনি ফিরে যেতে বাধ্য হন ৷