KMC Election 2021 : শিয়রে পৌরভোট, তিলোত্তমার নিরাপত্তায় ফাঁক রাখতে নারাজ লালবাজার - তিলোত্তমার নিরাপত্তায় ফাঁক রাখতে নারাজ লালবাজার
কলকাতা পৌরসভার নির্বাচনের আগে তৎপর কলকাতা পুলিশ (KMC Election 2021) । লালবাজারের নির্দেশ মেনে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা তল্লাশি । এদিন প্রগতি ময়দান থানা এলাকার তিলজলা ট্র্যাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ কর্মীদের দেখা গেল বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাতে । লালবাজারের আশঙ্কা, বাইপাস হয়ে বেআইনি অস্ত্র ঢুকতে পারে কলকাতায় । তার জন্যই নাকা চেকিংয়ের বন্দোবস্ত করা হয় কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের তরফ থেকে ।