এবিভিপির ড্রোন বাজেয়াপ্ত করল পুলিশ - উত্তরবঙ্গ
অনুমতি না থাকায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) মিছিলে ওড়ানো ড্রোন বাজেয়াপ্ত করল পুলিশ। আজ দুপুরে এবিভিপির তরফে ছাত্র হুঙ্কার সমাবেশের আয়োজন করা হয়েছিল। ওই সভায় উত্তরবঙ্গের পাঁচটি জেলা থেকে এবিভিপির কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। শিলিগুড়ির মহাত্মা গান্ধি চকের মহানন্দা সেতু থেকে মিছিল চলে বাঘাযতীন পার্ক পর্যন্ত ৷ পরে বাঘাযতীন পার্কেই দলীয় সভা হয় । মিছিলের ছবি নিতে এবিভিপি ড্রোন ব্যবহার করছিল। সেইসময় বিষয়টি নজরে আসে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের। সঙ্গে সঙ্গে তাঁরা ড্রোনটি বাজেয়াপ্ত করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ড্রোন ওড়ানোর জন্য পুলিশের অনুমতি না থাকায় তা বাজেয়াপ্ত করা হয়।