Rally to stop violence against women: নারীদের বিরুদ্ধে হিংসা রোধে মিছিল পুরুলিয়া পুলিশের - নারীদের বিরুদ্ধে হিংসা রোধে পুলিশের মিছিল
নারীদের বিরুদ্ধে হিংসা রোধে (Police rally to stop violence against women) আজ পুরুলিয়া শহরে একটি মিছিলের আয়োজন করে পুরুলিয়া জেলা পুলিশ (Purulia Police Rally)। মিছিলে পা মেলান পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি, অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত, ওসি পুরুলিয়া ট্রাফিক গোপিকাসুন্দর দত্ত, আইসি পুরুলিয়া সদর দেবাশিস বন্দ্যোপাধ্যায়, আইসি পুরুলিয়া মফস্বল সঞ্জয় চক্রবর্তী-সহ আরও অনেকে । মিছিল শেষে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে একটি সভাও করা হয় ৷ নারীরা কোনও সমস্যায় (violence against women) পড়লে পুরুলিয়া জেলার পুলিশ ও প্রশাসন যে সব সময় তাদের পাশে থাকবে, সে বার্তা দেওয়া হয় সভা থেকে । নিজেদের সুরক্ষার জন্য নারীদের বিভিন্ন শারীরিক কৌশল শেখা দরকার বলে মন্তব্য করেন পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি ৷ আজ মহড়া হিসেবে তাইকণ্ডো প্রদর্শনীও করা হয় ।