পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

শান্তিপূর্ণ আন্দোলনকে লাঠি দিয়ে বাধা দিচ্ছে পুলিশ : দিলীপ - Police lathicharged on BJP protest march

By

Published : Oct 8, 2020, 3:23 PM IST

"পুলিশ প্রশাসন তৃণমূলের নির্দেশে কাজ করছে । তারা গণতান্ত্রিক আন্দোলনের উপর বারবার আক্রমণ করছে । আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এগোচ্ছিলাম । এর আগেও তিনটি মিছিলের উপর আক্রমণ করেছে । অনেক কর্মীর মাথা ফেটেছে । এখানেও জলকামান দেওয়া হয়েছে । আমরা কোনও আইন ভাঙিনি । " BJP- নবান্ন অভিযানে ধুন্ধুমারের মাঝে মন্তব্য দিলীপ ঘোষের । সাংবাদিকদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details