পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

লকডাউনে বাইরে বের হওয়ায় ফুল, মেডেল দিয়ে সংবর্ধনা পুলিশের - ফুল মেডেল দিয়ে সম্বর্ধনা পুলিশের

By

Published : Aug 21, 2020, 7:43 PM IST

লকডাউনে রাস্তায় বেরোনোর জন্য প্রতীকী মেডেল দেওয়া হয় পুলিশের তরফে । সেই সঙ্গে কয়েকজনকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় । চন্দননগর, চুঁচুড়া ও শ্রীরামপুর সহ একাধিক জায়গায় নাকাবন্দী করে তল্লাশি চালানো হয় । সকাল থেকেই বৃষ্টির জেরে এমনিতেই জনশূন্য রাস্তাঘাট । বৃষ্টি থামতেই কয়েকজনকে বাইরে বের হতে দেখা যায় । বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের চেকিং থাকায় সাইকেল, বাইক সহ 50 জনের বেশি মানুষকে আটক করে পুলিশ । চন্দননগরের পুলিশ কমিশনারেট DCP বিশপ সরকার বলেন, "সপ্তাহে তিন দিন করে লকডাউন চলছে । ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা রাউন্ডে আছেন লকডাউন শান্তিপূর্ণ থাকার জন্য । এখনও পর্যন্ত তিনটি থানা মিলিয়ে মোট 42 জনকে গ্রেপ্তার করা হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details