লকডাউন : নানা অজুহাতে ঘুরছে মানুষ, লাঠিপেটা পুলিশের - শিলিগুড়ি
রাজ্যজুড়ে লকডাউন চলছে । তার মাঝেই নানা অজুহাতে ঘুরছেন বাসিন্দারা । পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় নেমে পেটাল পুলিশ । শিলিগুড়িতে বিভিন্ন এলাকায় চলল অভিযান। সকাল থেকেই সক্রিয় হয় পুলিশ । বুঝিয়েও কাজ না হওয়ায় অগত্যা শুরু হয় লাঠিপেটা । এরপরই আসতে আসতে কমতে থাকে ভিড় ।