পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

BJP-র অভিযান আটকাতে হেস্টিংসে ব্যারিকেড পুলিশের - Hestings

By

Published : Oct 8, 2020, 12:30 PM IST

যুব মোর্চার নবান্ন অভিযান আটকাতে নবান্নের মূল অভিমুখ হেস্টিংসে ব্যারিকেড দিল পুলিশ । গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে পুলিশ আধিকারিক ও কর্মীদের দিয়ে । মোতায়েন রয়েছে সাদা পোশাকের পুলিশও । নিরাপত্তা বেষ্টনীতে এক ইঞ্চিও ফাঁক রাখেনি প্রশাসন । রবীন্দ্র সদন থেকে নবান্ন, হাওড়া, সাঁতরাগাছি-সহ বিস্তীর্ণ এলাকায় যাওয়ার জন্য মূল পথ হেস্টিংস কার্যত পুলিশ প্রশাসনের দ্বারা অবরুদ্ধ । এই পথ দিয়ে সরকারি-বেসরকারি কোনওরকম বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না । তবে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত বা পাবলিক ছোটো গাড়ি চলাচলে সেভাবে নিষেধাজ্ঞা নেই । হেস্টিংস ও নবান্ন সংযোগকারী উড়ালপুলের উপরে পুলিশি ব্যারিকেডের ছোটো একপাশ খুলে রাখা হয়েছে । তবে সর্বত্র পুলিশের কড়া নজরদারি রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details