Police Arrest a Gang in Arambag: ডাকাতির অভিযোগে অস্ত্র-সহ ১৪ জনকে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ - Arambag Police Arrest 14 persons
চুরি এবং ডাকাতির ঘটনায় বুধবার দিনভর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ (Arambag Police Arrest 14 persons )। তাদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৩ জন মহিলা । এনিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন হুগলির পুলিশ সুপার অমন দীপ। তিনি জানান, মঙ্গলবার সকালে আরামবাগ শ্রীনিকেতন পল্লি থেকে প্রথমে চার জনকে আটক করেন তাঁরা। কনস্টেবল ধনঞ্জয় খাঁ এবং চিরঞ্জিত রায়ের দক্ষতাতেই ধরা পরে তারা । পরে সারাদিন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাকিদের ধরা হয় । ধৃতরা যদিও দাবি করছে, তাদের বাড়ি রাজস্থানে ৷ কিন্তু পুলিশের বক্তব্য, অভিযুক্তদের বাড়ি উত্তরপ্রদেশে । এদের মধ্যে ১০জনকে ১০দিনের পুলিশি হেফাজতে এবং ৪জনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মহকুমা আদালত । ইতিমধ্যেই অভিযুক্তদের কাছ থেকে দেড় লক্ষ টাকা, ডাকাতির জন্য ব্যবহৃত অত্যাধুনিক সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র-সহ প্রায় 500 গ্রাম সোনা এবং রুপোর গয়না উদ্ধার করেছে পুলিশ ।