পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নবান্নের নির্দেশে কাজ করছে পুলিশ : সুকান্ত মজুমদার - নবান্নের নির্দেশে কাজ করছে পুলিশ

By

Published : Jul 20, 2020, 2:14 PM IST

আজ চোপড়ায় BJP প্রতিনিধি দলের পথ আটকায় পুলিশ ৷ এই প্রসঙ্গে বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "পুলিশ-প্রশাসনের যোগ্যতা নেই । অপদার্থ পুলিশ-প্রশাসন । BJP রাজ্য নেতৃত্ব এলাকায় যেতে চায় । কিন্তু পুলিশ বলছে তারা নাকি নিরাপত্তা দিতে পারবে না । অপদার্থ পুলিশ প্রশাসন । মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত । নবান্ন থেকে নির্দেশ আসছে । আর সেই নির্দেশে কাজ করছে এলাকার তৃণমূল নেতা-কর্মী ও পুলিশ-প্রশাসন । আমরা ইসলামপুরের দলীয় কার্যালয়ে অবস্থান করব । তবে আমরা পুলিশকে বলে দিয়েছি যদি কোনওভাবে তৃণমূল নেতৃত্ব ওই এলাকায় ঢোকে তবে আমরাও তখন ওখানে যাব ।"

ABOUT THE AUTHOR

...view details