Dinhata By Election: ‘‘মানুষই শেষ কথা বলবে’’, দিনহাটার উপনির্বাচন নিয়ে বললেন নিশীথ প্রামাণিক - অশোক মণ্ডল
মানুষই শেষ কথা বলবে ৷ শুক্রবার দুপুরে দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের মনোনয়ন জমা দেওয়ার শেষে এমনটাই মন্তব্য করলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ এদিন নিশীথ প্রামাণিক-সহ কোচবিহারের বিজেপি নেতারা মিছিল করে দিনহাটা মহকুমা শাসকের দফতরে যান ৷ সেখানে মনোনয়ন জমা দিয়ে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল বলেন, ‘‘গত বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপির পাশে ছিল ৷ এবার উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে মানুষ জেতবে ৷’’ স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, ‘‘বিধানসভা নির্বাচনের পর থেকেই দিনহাটার গ্রামগঞ্জে প্রচুর অশান্তি হচ্ছে ৷ মানুষ বীতশ্রদ্ধ হয়ে আছে ৷ তার জবাব আসন্ন বিধানসভা উপনির্বাচনে মানুষ দেবেন ৷’’