শাঁখ, কাঁসর, থালা বাজিয়ে জরুরি পরিষেবায় যুক্তদের কুর্নিশ - COVID 19
বাড়ির ছাদ, বারান্দা, রাস্তা থেকে হাততালি দিয়ে ও শাঁখ-কাঁসর-ঘণ্টা বাজিয়ে কোরোনা মোকাবিলায় নিযুক্ত জরুরি পরিষেবায় যুক্তদের কুর্নিশ জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দারা ৷ বিকেল পাঁচটা নাগাদ চন্দ্রকোণা, কেশিয়ারি, মেদিনীপুর, ঘাটাল, বেলদা সহ জঙ্গলমহলের একাধিক এলাকায় আজ এই ছবি ধরা পড়ে ৷