গুরুঙের সঙ্গেই আছে পাহাড়ের জনতা, শিলিগুড়ি পৌঁছে বললেন রোশন
"পাহাড়ের জনতা বিমল গুরুঙের সঙ্গেই আছেন। সাড়ে তিন বছর পর শিলিগুড়ি এলাম। ভালো লাগছে।" আজ শিলিগুড়ি পৌঁছে বললেন রোশন গিরি। তিনি জানান, আগামী ৬ ডিসেম্বর শিলিগুড়িতে আসছেন বিমল গুরুং। বাঘাযতীন পার্কে সভা করবেন তিনি।