লকডাউন উপেক্ষা করে রাস্তায় মানুষ, লাঠি নিয়ে তেড়ে গেল পুলিশ - লকডাউন উপেক্ষা তেড়ে গেল পুলিশ
লকডাউন উপেক্ষা করে রাস্তায় নেমেছে অনেকেই ৷ আর তাদের দেখতে পেয়েই পদক্ষেপ করল পুলিশ। কী কারণে পথে বেরিয়েছেন, তা জিজ্ঞাসা করে উত্তর না পেলেই লাঠি নিয়ে তেড়ে যায় পুলিশ । আগেই প্রশাসনের তরফে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছিল, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না ।