পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

গুরুপূর্ণিমাতে বৃষ্টি মাথায় ভক্তদের লম্বা লাইন বেলুড় মঠে - গুরুপূর্ণিমা

By

Published : Jul 24, 2021, 12:53 PM IST

আজ গুরুপূর্ণিমা ৷ আজ ভক্তদের গুরু দর্শনের সুযোগ দিতে সকাল সাড়ে সাতটা থেকে এগারোটা এবং বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বেলুড় মঠ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ ৷ আর তাই সকাল থেকে নিম্নচাপের বৃষ্টি সত্ত্বেও ভক্ত ও দর্শনার্থীদের সেই চেনা ছবি দেখা গেল বেলুড় মঠের গেটের সামনে ৷ একদিনের জন্য হলেও বেলুড় মঠে আসতে পারে খুশি ভক্ত ও দর্শনার্থীরা । গুরুকে প্রণাম জানাতে এসেছিলেন যোগদ্যান মঠের যন্ত্র সংগীত শিক্ষক অরুণ কুমার নাথ ৷ তিনি জানালেন গুরুর অশেষ কৃপার জন্য আজ তিনি বেলুড় মঠে আসতে পেরেছেন । আজকে গুরুকে দর্শন ও প্রণাম করতে পারবেন, এটা ভেবে তিনি আনন্দিত । আজ ভক্ত, দর্শনার্থীরা মঠের মন্দিরে প্রবেশ করতে পারবেন । তবে সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎকার বন্ধ থাকবে । মঠের মহারাজেরা ভিডিয়ো বার্তার মাধ্যমে ভক্ত, দর্শনার্থীদের আশীর্বাদ জানাবেন । আজ মঠে বৈদিক মন্ত্র ও স্তোত্র পাঠ, ভজন, শ্রীশ্রীমা ও অন্য স্বামীজীদের বক্তব্য পাঠ এরকম ধর্মীয় অনুষ্ঠান ভার্চুয়ালি শোনানোর ব্যবস্থা করা হবে । এই অনুষ্ঠান বেলুড় মঠের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হবে । তবে রাজ্যে বিশেষ কোভিড বিধিনিষেধ জারি থাকার জন্য শুধুমাত্র মূল মন্দিরে প্রবেশ ও প্রণাম করতে পারবেন বেলুড় মঠে আগত ভক্ত ও দর্শনার্থীরা ।

ABOUT THE AUTHOR

...view details