পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Fishing : বৃষ্টিতে ভেড়ির মাছ পড়েছে খালবিলে, জাল ফেলে মাছ ধরার হিড়িক বারাসতে - বৃষ্টির জমা জলে মাছ ধরা

By

Published : Sep 24, 2021, 10:32 AM IST

অতিবৃষ্টিতে রাজ‍্যের বিভিন্ন জায়গায় বন‍্যা পরিস্থিতি হয়েছে । তারই মধ্যে মাছ চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় মাথায় হাত পড়েছে মৎস্য ব্যবসায়ীদের । অবিরাম বর্ষণে ভেড়ির মাছ উপচে গিয়ে পড়েছে বিভিন্ন খালবিলে । আর সেই মাছ ধরতেই এখন হিড়িক পড়েছে বারাসত দু'নম্বর ব্লকে । প্রতিদিনই রাজারহাট-আমিনপুর সড়কের পাশে খালবিলে মাছ ধরার ভিড় লেগে রয়েছে । জলে নেমে জাল ফেলে চলছে মাছ ধরা ৷

ABOUT THE AUTHOR

...view details