রোগীর আত্মীয়কে মারধরের অভিযোগ হাসপাতালের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে - security guards
রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ উঠল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের কর্তব্যরত তিন নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে । থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । বুধবার চক মৌলানি এলাকার বাসিন্দা নীলোৎপল অধিকারী তাঁর বাবাকে হাসপাতালে ভরতি করান। আজ সকালে হাসপাতালে সাক্ষাতের সময় তাঁর মা ও মাসি বাবার সঙ্গে দেখা করতে আসেন । অভিযোগ, সেই সময় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের কর্তব্যরত নিরাপত্তারক্ষী তাঁকে তাড়াতাড়ি বের হয়ে যেতে বলেন। কিন্তু নীলোৎপল বলেন, জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যাচ্ছেন । কিন্তু কোনওমতেই শুনতে চাননি নিরাপত্তারক্ষীরা । এরপর বচসা শুরু হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে । নীলোৎপলকে কয়েকজন নিরাপত্তারক্ষী একটা ঘরে ঢুকিয়ে মারধর করে বলে অভিযোগ । জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তাঁর গলায় আঘাত লেগেছে ।