ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়ায় রামপুরহাটে বিক্ষোভ যাত্রীদের - Azimganj Junction
আগাম না জানিয়ে ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন প্রায় শতাধিক যাত্রী । ঘটনার প্রতিবাদে যাত্রী বিক্ষোভ শুরু হয়েছে বীরভূমের রামপুরহাট স্টেশনে। আজ সকালে রামপুরহাট স্টেশনে রিজার্ভেশন টিকিট নিয়ে মুম্বইয়ের লোকমান্য তিলক স্টেশন যাওয়ার জন্য 02265 ডাউন স্পেশাল ট্রেন ধরতে আসেন প্রায় শতাধিক যাত্রী । তাঁরা রামপুরহাট স্টেশনে এসে জানতে পারেন ট্রেনটিকে ফরাক্কা থেকে আজিমগঞ্জের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ট্রেনটি রামপুরহাট স্টেশনে আর আসবে না । যাত্রীদের অভিযোগ, ট্রেনটির যাত্রাপথ রামপুরহাটের উপর দিয়ে । কিন্তু আগাম না জানিয়ে ট্রেনটির রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে । সুতরাং এই কম সময়ের মধ্যে তাঁরা আজিমগঞ্জে গিয়ে আর ট্রেন ধরতে পারবেন না । যাত্রীদের দাবি, ওই ট্রেনটি ধরতে তাঁদের যাওয়ার ব্যাবস্থা করুক রেল কর্তৃপক্ষ ৷